সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • উবাচ
  • ‘দেশের উকিলদের ওপর বিশ্বাস নেই বিএনপির’

‘দেশের উকিলদের ওপর বিশ্বাস নেই বিএনপির’

‘দেশের উকিলদের ওপর বিশ্বাস নেই বিএনপির’

ঢাকা, ২০ মার্চ, এবিনিউজ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নিজের দেশের উকিলদের ওপর বিশ্বাস নেই বলে বিলেতি উকিল নিয়োগ দিয়েছে বিএনপি। এই উকিল যুদ্ধাপরাধীদের বাঁচাতে লবিস্ট হিসেবে কাজ করেছে। আজ মঙ্গলবার বিকালে তিনি এ কথা বলেন নাসিম।

এর আগে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসনের সব মামলায় দেশীয় আইনজীবীদের সহায়তা করতে ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ব্রিটেন থেকে মামলাগুলো দেখভাল করবেন, প্রয়োজনে তিনি বাংলাদেশেও আসবেন। খালেদা জিয়ার আইনজীবী প্যানেলকে লর্ড কারলাইল পরামর্শ ও সহযোগিতা করবেন।

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত