বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মদ পানের কারণে সন্তান প্রজননে অক্ষম হতে পারে পুরুষ!

মদ পানের কারণে সন্তান প্রজননে অক্ষম হতে পারে পুরুষ!

ঢাকা, ২০ মার্চ, এবিনিউজ : দৈনিক মোটে পাঁচ পেয়ালা মদ সন্তান প্রজননে অক্ষম করে তুলতে পারে পুরুষকে। বলছে নতুন এক গবেষণা। আর সেজন্যে মদ খাওয়ার আগে সাবধান হতে বলছে গবেষকরা।

বিএমজে জার্নালে প্রকাশিত এক রিপোর্টে বলা হচ্ছে, দৈনিক অল্প মদ্যপান করলেও সন্তান প্রজননে অক্ষম হতে পারেন পুরুষ। ১৮ থেকে ২৮ বছর বয়সী মোট ১ হাজার ২০০ জন পুরুষদের নিয়ে করা এক সমীক্ষার ফলাফল দেখে তাজ্জব গবেষকরাও।

তারা বলছেন, যে পুরুষরা প্রতিদিন মদ খান, তাদের বীর্য নিম্নমানের হয়। ওই পুরুষদের রক্ত ও বীর্য পরীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছেন গবেষকরা। তারা বলছেন, সুস্থ সবল পুরুষদের জীবনে অভিশাপ ডেকে আনে অ্যালকোহল। দেখা গেছে, যত কড়া পানীয় ঢোকে পুরুষ শরীরে, ততই কমতে থাকে তাদের বীর্যের প্রজনন ক্ষমতা।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত