বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

হবিগঞ্জে বাসচাপায় নিহত ২

হবিগঞ্জে বাসচাপায় নিহত ২

হবিগঞ্জ, ২১ মার্চ, এবিনিউজ : হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাসচাপায় অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন।

আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দৌলতপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার শঙ্করপুর গ্রামের তুলা মিয়ার ছেলে অটোচালক ফরহাদ মিয়া (২৮) ও তার চাচাতো ভাই বেলাল মিয়ার ছেলে নূর আলী (৪০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, অটোরিকশায় গ্যাস নেওয়ার জন্য ফরহাদ ও নূর বাড়ি থেকে শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন। পথে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় বিক্ষুদ্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তারা গিয়ে নিহতদের লাশ উদ্ধার ও অবরোধকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত