![পাঁচবিবিতে উপজেলা ভূমি রিসোর্স সার্ভিস সেন্টার ও সেবা সপ্তাহের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/21/pic21_131392.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ২১ মার্চ, এবিনিউজ : জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা ভূমি রিসোর্স সার্ভিস সেন্টার ও সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ৫ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা ভূমি সেবা কার্যক্রম জনগনের দোরগড়ায় পৌছে দেওয়ার উদ্দেশ্যে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোকাম্মেল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইশরাত ফারজানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ,কে,এম হেদায়েতুল ইসলাম প্রমুখ।
এবিএন/সজল কুমার দাস/জসিম/এজেএ