![তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/21/panite-dube-mitto_131396.jpg)
তালা (সাতক্ষীরা), ২১ মার্চ, এবিনিউজ : সাতক্ষীরা তালায় মঙ্গলবার দুপুর কলাপোতা গ্রামে বাড়ির পাশ্ববর্তী পুুকুরের পানিতে ডুবে রুহান হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কলাপোতা গ্রামের মিলন গাজীর ছোট ছেলে।
স্থানীয়রা জানান, দুই বছর বয়সী রুহান বাড়ির পাশ্ববর্তী পুকুর পাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সে পুকুরের পাড়ে থাকা একটি বদনা নিয়ে পুকুরের পানি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যায় । তার মা তাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে এলাকার বিভিন্ন স্থানে খোজাখুজি শুরু করে । দুপুর আনুমানিক ১টার দিকে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এবিএন/সেলিম হায়দার/জসিম/এজেএ