![হাবিবের প্রেমের টানে নোয়াখালীতে ব্রাজিলিয়ান তরুণী, অতঃপর...](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/21/habiba-1.abnews24_131404.jpg)
নোয়াখালী, ২১ মার্চ, এবিনিউজ : বাংলাদেশি কাতার প্রবাসী হাবিবের প্রেমের টানে নোয়াখালীতে এসে বিয়ের পিঁড়িতে বসেছেন ব্রাজিলিয়ান তরণী দিয়াগো সিলভা। ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন হাবিবকে।
হাবিব নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চরজব্বর গ্রামের জাকের হোসেনের ছেলে। হাবিবের স্বজনরা জানান, প্রায় ৫ বছর আগে ফেসবুকের মাধ্যমে হাবিবের সঙ্গে ব্রাজিলিয়ান তরুণী দিয়াগোর পরিচয় হয়। পরবর্তীতে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিকা দিয়াগো ব্রাজিল যাওয়ার জন্য বিভিন্ন সময় হাবিবকে প্রস্তাব দিয়ে আসছিলেন। এরেই মাঝে কাতারের ভিসা পান হাবিব।
পরে তিনি কাতারে চলে যান। দু’জনের সম্পর্কও চলতে থাকে। একপর্যায়ে দু’জনই বিয়ে করার জন্য মনস্থির করেন। তারা সিন্ধান্ত নেন বাংলাদেশে এসে দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।
গত মাসে কাতার থেকে বাংলাদেশে আসেন হাবিব। এরপর গত শুক্রবার ব্রাজিল থেকে বাংলাদেশে আসেন দিয়াগো।
হাবিব বলেন, ফাতেমা (দিয়াগো সিলভা) ও আমি খুবই খুশি যে আমাদের দীর্ঘ দিনের সম্পর্ক সফল হয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
হাবিরের মামা নুরনবী জানান, এ ঘটনায় তার পরিবার, আত্মীয়-স্বজনসহ সবাই অবাক হলেও তারা অত্যন্ত খুশি হয়েই নববধূকে বরণ করে নিয়েছেন।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি