![চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু : বিয়ে করা হলো না শুক্কুরের](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/21/pic-chakaria-_131405.jpg)
চকরিয়া, ২১ মার্চ, এবিনিউজ : পারিবারিকভাবে বিয়ের সকল আয়োজন সম্পন্ন। এপ্রিলের প্রথম সপ্তাহে নব বধূকে ঘরে তোলার কথা ছিল। কিন্ত তার আগেই প্রাণপ্রদীপ নিভে গেল নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া শাখার নির্বাহী সদস্য আব্দু শুক্কুরের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত পাঁচজনের মধ্যে শুক্কুর গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান। চকরিয়ার পৌরশহরের জনতা মার্কেট সত্তরে ওয়াজ মাহফিলের জন্য মাইক সংযোগের তার ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহতের ঘটনা ঘটে।
নিহত আব্দ শুক্কুর চকরিয়া পৌরসভার মগবাজার রশিদাবিল এলাকার নুর হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় নামাজে যানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে, নিসচার সদস্যের মৃত্যুতে মঙ্গলবার সন্ধ্যায় নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি সোহেল মাহামুদের সভাপতিত্বে এক শোকসভা অনুষ্টিত হয়। সভায় শুক্কুরের জীবনী নিয়ে আলোচনা করেন নিসচার উপদেষ্টা সাংবাদিক এম জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ, অর্থ সম্পাদক নারায়ন কান্তি দাশ, প্রচার সম্পাদক জোনাইদ উদ্দিন, সদস্য যথাক্রমে মিজানুর রহমান, ইশফাত আলমগীর, মিল্টন।
পরে, মরহুমের রুহের আত্মর মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নোমান শিবলী।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এজেএ