শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জ সদর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

সিরাজগঞ্জ সদর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

সিরাজগঞ্জ সদর থানার নবাগত ওসির  সাথে সাংবাদিকদের মতবিনিময়

সিরাজগঞ্জ, ২১ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জ সদর থানার নবাগত ওসি মোহাম্মাদ দাউদের সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে থানা ভবনে সভায় নবাগত ওসি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টু,সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এস,এম তফিজ উদ্দিন, সাবেক সভাপতি হারুনর রশীদ হাসান, সহ-সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, সাংঘঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক হিরকগুন, ৭১ টিভি চ্যানেলের সাংবাদিক মাসুদ রানা, আরটিভি চ্যানেলের সাংবাদিক শুকান্ত সেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মাহমুদুল হাসান উজ্জল প্রমূখ। বক্তাগণ নবাগত ওসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও মাদক ব্যবসা ও সেবনকারী সংখ্যা কম নয়। বিশেষ করে এ মাদক প্রতিরোধ করার আহব্বান জানান। এ মতবিনিময় সভার সভাপতি ও ওসি মোহাম্মাদ দাউদ বলেন, সমাজ ধ্বংসকারী মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপোষ নেই। যেকোন মূল্য এই মরণ নেশা মাদক প্রতিরোধ করা হবে। এক্ষেত্রে তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। উল্লেখ, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা থেকে বদলি হয়ে প্রায় এক সপ্তাহ আগে সিরাজগঞ্জ সদর থানায় যোগদান করেনওসি মোহাম্মাদ দাউদ।

এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/এজেএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত