শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে সহকর্মীদের পিটুনিতে শিক্ষক হাসপাতালে

লালমনিরহাটে সহকর্মীদের পিটুনিতে শিক্ষক হাসপাতালে

লালমনিরহাটে সহকর্মীদের পিটুনিতে শিক্ষক হাসপাতালে

লালমনিরহাট, ২১ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটের হাতীবান্ধায় প্রধান শিক্ষকসহ দুই সহকারী শিক্ষকের পিটুনিতে আজিজার রহমান নামের অপর একজন শিক্ষক গুরতর আহত হয়েছে। আহত ওই শিক্ষক বর্তমান হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত সোমবার স্কুল চলাকালীন সময়ে উপজেলার রমনীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত শিক্ষকরা হলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল আলম ও সহকারী শিক্ষক আক্তারুজ্জামান সিজান ও খলিলুর রহমান।

মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা হাসপাতালে গিয়ে দেখা যায়, আহত শিক্ষক আজিজার রহমান চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশ ফুলে ও কেটে গেছে। বাম চোখ ফুলে কালো হয়েছে ও রক্ত জমাট বেধেছে। এ সময় শিক্ষক আজিজার রহমান বলেন, আমি দীর্ঘ দিন ধরে ওই স্কুলে চাকুরী করছি। তবে ওই স্কুলের শিক্ষকের চাকুরী ছাড়াতে বিভিন্নভাবে আমাকে মানসিক ও শারীরীকভাবে নির্যাতন চালান প্রধান শিক্ষক আহসান উল আলম ও সহকারী শিক্ষক আক্তারুজ্জামান সিজান। এরই ধারাবাহিকতায় সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক আহসান উল আলম ও সহকারী শিক্ষক আক্তারুজ্জামান সিজান ও খলিলুর রহমান আমাকে বেদম পিটুনি দেয়। তাদের পিটুনিতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় আমি প্রাণে বেঁচে যাই। তাদের হুমকি ধমকির কারণে অতি গোপনে মঙ্গলবার সকালে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হয়।

এ বিষয়ে রমনীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল আলম বলেন, সহকারী শিক্ষক আজিজার রহমান একজন মানসিক রোগী। তাকে স্কুলে না আসার জন্য বার বার বলা হয়েছে। তবুও সে নিয়মিত স্কুলে আসে পাগলামী করে। সোমবার আমার উপর হামলা চালানোর চেষ্টা চালালে সহকারী দুই শিক্ষক আক্তারুজ্জামান ও খলিলুর রহমান আমাকে রক্ষা করে।

হাতীবান্ধা থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, এ বিষয়ে কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এজেএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত