![বোয়ালখালীতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/21/dead_abnews_131419.jpg)
বোয়ালখালী (চট্টগ্রাম), ২১ মার্চ, এবিনিউজ : জেলার বোয়ালখালীতে মাজারের দানবাক্স বসানো নিয়ে প্রতিপক্ষের রাম দা’এর কোপে প্রাণ হারিয়েছেন মো.শাহ আলম (৫২)।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী তুফান আলী শাহ এর মাজার এলাকায় ঘটনা ঘটেছে।
নিহত শাহ আলম একই এলাকার নজির আহমদের ছেলে। তিনি চরণদ্বীপ ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি।
স্থানীয়রা জানায়, আজ বুধবার তুফান আলী শাহ’র বার্ষিক ওরশ উপলক্ষে নানা আয়োজন চলছিল। এসময় মাজারের দানবাক্স বসানো নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে দা দিয়ে কোপ দিলে তা মো. শাহ আলমের বুকে লাগে।
উপজেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আরেফা জামিল জানান, গতকাল মঙ্গলবার রাতে শাহ আলম নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয়। তাঁর বুকে জখমের চিহ্ন রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস রানা বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। দায়ীদের গ্রেফতারে অভিযান চলছে।
এবিএন/রাজু দে/জসিম/এমসি