বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মেলান্দহে নকল সোনার বারসহ আটক ৩

মেলান্দহে নকল সোনার বারসহ আটক ৩

জামালপুর, ২১ মার্চ, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে নকল সোনাসহ ৩জনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। গ্রেপ্তারকৃতরা হলো-মেঘারবাড়ি গ্রামের হইবর (৩২), আল আমিন (৩৫) এবং মজিবর রহমান (৪০)।

অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান-ইসলামপুর উপজেলার যমুনাপাড়ের মাইজবাড়ি গ্রামের সোনা মিয়ার স্ত্রী গোলাপী বেওয়া (৫০) গতকাল মাহমুদপুর বাজার জনতা ব্যাংক শাখা থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করেন। এরপর ড্রাইভার হইবরের অটোরিক্সাযোগে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে আল আমিন (৩৫) এবং মজিবর রহমান (৪০) ওই অটোরিক্সাতে ওঠে গোলাপী বেওয়াকে একখন্ড সোনার বার দেখিয়ে কিনতে বলে। মহিলা ৪০হাজার টাকায় সোনার বারটি ক্রয় করেন। পথচারিরা স্বর্ণ ক্রয়-বিক্রয়ের বিষয়টি দেখে ফেলে অটোরিক্সাটি আটক করলে হইচই পড়ে যায়।

এরা প্রতারকচক্র জানাজানি হবার পর এদেরকে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহর কার্যালয়ে হাজির করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরো ৪টি নকল সোনার বার পাওয়া যায়। ইউপি চেয়ারম্যান সন্ধ্যার আগে ৩ প্রতারককে মেলান্দহ থানায় সোপর্দ করেন।

মামলার আইও এসআই রফিকুল ইসলাম জানান-এ ঘটনায় গোলাপী বেওয়া বাদি হয়ে মেলান্দহ থানায় মামলা (নং-২৮) দায়ের করেছেন। আসামীদের কোর্টে চালান দেয়া হয়েছে।

এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত