শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

অভয়নগরে ৭৮ দিন পর যুবকের লাশ উত্তোলন

অভয়নগরে ৭৮ দিন পর যুবকের লাশ উত্তোলন

অভয়নগর (যশোর), ২১ মার্চ, এবিনিউজ : যশোরের অভয়নগর উপজেলায় মৃত্যুর ৭৮ দিন পর সমাধীস্থল থেকে সাগর রায় (১৯) নামের এক যুবকের গলিত মৃতদেহ উত্তোলন করেছে পুলিশ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় শংকরপাশা গ্রামের মিস্ত্রীপাড়ায় যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহার উপস্থিতিতে অভয়নগর থানা পুলিশ সাগর রায়ের লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বলেন, গত ২ জানুয়ারি মঙ্গলবার সাগর রায়ের মৃত্যু হয়। এরপর নিহত সাগরের পরিবারের সাগরের শাশুড়ি জয়ন্তি খাঁর বিরুদ্ধে খাবারে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ এনে যশোরের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে।

এরই ধারাবাহিকতায় ৭৮ দিন (২ মাস ১৮ দিন) পর ময়না তদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে।

এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত