শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

অভয়নগরে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১

অভয়নগরে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১

অভয়নগর (যশোর), ২১ মার্চ, এবিনিউজ : যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি সহ রাজিব শেখ (২৯) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

আটক রাজিব শেখ খুলনা খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের লোকমান শেখের ছেলে।

অভয়নগর থানার ওসি শেখ গণি মিয়া জানান, আজ বুধবার সকালে সিদ্ধিপাশা ইউনিয়নের উত্তর সিদ্ধিপাশা গ্রামের উত্তরপাড়া নাউলী-জিয়েলতলা বাজার সংলগ্ন আব্দুল লতিফের বাঁশ বাগানে সন্দেহ জনক যুবকের ঘোরাফেরার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।

স্থানীয় পুলিশ ক্যাম্পের আইসি এস.আই নাসির ও সঙ্গীয় ফোর্স নিয়ে ওই যুবককে আটক করলে জানা যায়, তার নাম রাজিব শেখ বাড়ি মশিয়ালী গ্রামে। আটকের পর রাজিবের দেহ তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।

পরে উদ্ধরকৃত পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ সন্ত্রাসী রাজিবকে অভয়নগর থানায় আনা হয়।

এ ব্যাপারে আটক রাজিব শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত