বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বোচাগঞ্জে আনন্দ র‌্যালী ও সেবা সপ্তাহ উদযাপন

বোচাগঞ্জে আনন্দ র‌্যালী ও সেবা সপ্তাহ উদযাপন

বোচাগঞ্জ (দিনাজপুর) , ২১ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণে জাতিসংঘের স্বীকৃতির উদযাপন উপলক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধিনস্ত সকল দপ্তরের পক্ষ থেকে আজ বুধবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে আনন্দ র‌্যালীর মাধ্যমে ও সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে।

আজ সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলার ৩নং-মুর্শিদহাট ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারওয়ার মোর্শেদ। র‌্যালীতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আয়শা নুরী, ইউপি চেয়ারম্যান মোঃ জাফরুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী, যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ মামুন সহ ইউনিয়নের সাধারণ মানুষ অংশ নেয়।

এদিকে একই দিনে সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানীয়া ইউনিয়নের চেয়ারম্যান উৎপল রায় বুলূর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

এবিএন/মোঃ সাজ্জাদুল আযম সাজ্জাদ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত