মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নাসিরনগর-নাসিরপুর রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

নাসিরনগর-নাসিরপুর রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

নাসিরনগর-নাসিরপুর রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ২১ মার্চ, এবিনিউজ : জেলার নাসিরনগর উপজেলা সদর থেকে নাসিরপুর হয়ে চাতলপাড় পর্যন্ত বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২২ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজের নাসিরনগর হতে নাসিরপুর পর্যন্ত অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে।

এলাকারবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরজমিন গিয়ে বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা গেছে, রাস্তাটি ১৮ ফুট পিচ ও দুই পাশে ৩ ফুট করে প্রশস্থ হওয়ার কথা থাকলেও কোন কোন জায়গায় ১৩/১৪ ফুট করে কাজ করা হয়েছে। তাছাড়াও রাস্তার কাজে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, গাছ কেটে শিকড় না উঠিয়ে মাটি ভরাট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।নাসিরনগর-নাসিরপুর রাস্তার কাজে অনিয়মের অভিযোগগতকাল মঙ্গলবার এলাকবাসীর অভিযোগের প্রেক্ষিতে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা সরেজমিন রাস্তায় গিয়ে কাজ বন্ধ করে দিয়ে আসলেও পরবর্তীতে যথারীতি কাজ চলতে থাকে।

এ বিষয়ে উক্ত রাস্তার কাজে দায়িত্বরত এস ও মো. মাসুদ রানার সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন, ৩০ এপ্রিলের মাঝে কাজ শেষ করতে হবে। এলাকাবাসী বাঁধা দিলে কাজটি বন্ধ হয়ে যাবে।

তিনি আরো বলেন, জনগণ জায়গা দখল করে রাখার কারণেঠিকাদার এভাবে কাজ করে যাচ্ছেন। ঠিকাদার যেভাবে কাজ করবে পরবর্তীতে সেভাবেই তাকে বিল প্রদান করা হবে।

এ ব্যাপারে রানা এন্ড হাসান বিল্ডার্স নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এবিএন/আব্দুল হান্নান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত