![বোচাগঞ্জে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/21/dinajpur_district_map-anmew_131439.jpg)
বোচাগঞ্জ (দিনাজপুর) , ২১ মার্চ, এবিনিউজ : আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উদযাপন উপলক্ষে ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ থেকে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বিনোদ চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সারওয়ার মোর্শেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার মুক্তি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুন, মিজানুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানাজার মোঃ আশরাফুল, উপজেলা ম্যানাজার অরুন চন্দ্র শীল সহ অদিবাসী দলীত ও মুল স্রোতধারার মানুষ উপস্থিত ছিলেন।
এবিএন/মোঃ সাজ্জাদুল আযম সাজ্জাদ/জসিম/নির্ঝর