![ভোলার মেঘনা নদীতে মাছ ধরায় আটক ২৮](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/21/arrest_abenws_131441.jpg)
ভোলা, ২১ মার্চ, এবিনিউজ : নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে ২৫ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় ২৮ জন জেলেকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু করে আজ বুধবার দুপুর পর্যন্ত ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে অভিযান চালিয়ে মাছ ও ৩০ হাজার মিটার কারেন্টজালসহ জেলেদের আটক করে।
কোস্টগার্ড সদস্যরা জানান, আজ ভোররাতের সময় ভোলা সদর উপজেলার রাজাপুর মেঘনা নদী এলাকা থেকে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালায়। এসময় একটি ট্রলার বোঝাই জাটকা ইলিশ বরিশাল পাচার হচ্ছিলো।
এসময় কোস্টগার্ড ওই ট্রলারটি আটক করে প্রায় ২৫ মণ জাটকা ইলিশ জব্দ করে। তবে এসময় কাউকে তারা আটক করতে পারেনি। অপর দিকে ভোলা দৌলতখান উপজেলার মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ২৮ জেলেকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজিমাছ ও ট্রলার জব্দ করে।
পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করে। এছাড়া জব্দকৃত মাছ গরীব দুস্থ ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। এদিকে আটককৃতদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে জড়িমানা দেয়া হয় বলে দৌলতখান মৎস্য বিভাগ জানায়।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/এমসি