শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ভালুকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভালুকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহ, ২১ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের ভালুকা উপজেলার কাশর এলাকায় পুকুরের পানিতে ডুবে গতকাল মঙ্গলবার দুপুরে এক মিল শ্রমিকের শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১ঘন্টা চেষ্টা করে শিশুটির লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার দুপুর বেলায় কাশর গ্রামের বাসিন্দা শামছুল হকের মেয়ে সোমাইয়া আক্তার (৭) প্রতিবেশি মোখলেছের মেয়ে বাক প্রতিবন্ধী অন্যন্যা (৭)কে নিয়ে ইব্রাহীমের পুকুর পাড়ে খেলতে যায়। সোমাইয়া পুকুর থেকে ডিসে (বোল) পানি ভরে ওঠানোর সময় পানির ভারে সে পানিতে পড়ে যায়। এ সময় বাক প্রতিবন্ধী অন্যন্যা বাসার অন্যান্য ভাড়াটিয়াকে ইশারা দিয়ে বুঝানোর চেষ্টা করে।

দীর্ঘক্ষণ পর বিষয়টি বুঝতে পড়ে স্থানীয়রা সোমাইয়াকে উদ্ধারে ব্যর্থ হয়ে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন ব্যর্থ হয়ে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তাঁরা একঘন্টা চেষ্টা করে শিশুটির লাশ উদ্ধার করে। নিহত সোমাইয়ার মা কাশর এলাকায় ভাড়া থেকে এন,আর গ্রুপে চাকুরি করেন। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান বলেন, আমরা চেষ্টা করে ব্যর্থ হলে ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দিলে তাঁরা এসে শিশুটির লাশ উদ্ধার করেন।

এবিএন/মোঃ মঈন উদ্দিন রায়হান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত