![নান্দাইলে ইটভাটায় জরিমানা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/21/joriman-abn_131447.jpg)
ময়মনসিংহ, ২১ মার্চ, এবিনিউজ : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় গতকাল মঙ্গলবার নান্দাইল উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের উপ-পরিচালক নিশাত মেহের ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার তিন ইটভাটা মালিককে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জানাযায়, এম.এস.বি ইটভাটার মালিক আব্দুল জলিল, বিজয় ব্রিক্স ইটভাটার মালিক বিজয় ও রফিক উদ্দিন ভূইয়া ইটভাটার প্রত্যেককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ইট তৈরীতে বিএসটিআই থেকে সরকারীভাবে মাপ নির্ধারিত রয়েছে দৈর্ঘ্য ২৪সেঃমিঃ, প্রস্থ ১১.৫ সেঃমিঃ ও উচ্চতা বা গভীরতা ৭সেঃমিঃ কিন্তু ভাটাগুলোতে নির্ধারিত মাপ পাওয়া যায়নি এবং পরিবেশগত অবস্থার অবনতি ছিল।
অধিদপ্তরের উপ-পরিচালক জানান, নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে এবং প্রতেকটি ইটভাটাকে বিএসটিআই কর্তৃক নির্ধারিত মাপ অনুসারে ইট তৈরী করতে হবে।
এবিএন/মোঃ মঈন উদ্দিন রায়হান/জসিম/নির্ঝর