![ভোলার চরসামাইয়ায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/21/abnews-24.bbbbb_131462.jpg)
ভোলা, ২১ মার্চ, এবিনিউজ : ইউনিসেফের সহযোফগতায় বেসরকারী উন্নয়নমূলক সংস্থা কোস্ট ট্রাস্টের আইইসিএম প্রকেল্পের উদ্যোগে ভোলার চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিন ব্যাপি চারসামাইয়া ইউনিয়নের ৯টি কিশোর ৯টি কিশোরী ক্লাবের সদস্যদের সমন্বয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কিশোর কিশোরীদের জন্য ২০০ মি. দৌড়, মোড়গ লাড়াই, বালিশ খেলা, স্ইু সুতা গাথাসহ বিভিন্ন খেলার অয়োজন করা হয়।
অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য, কবিতা অবৃত্তি ও সর্বশেষে নাটক “আমরাও পারি” অনুষ্ঠিত হয়। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন, আইইসিএম প্রকল্পের আইপিটি ফ্যাসিলেটর সঞ্চয় কুমার। অনুষ্ঠান শেষে বিচারক মন্ডলীর সদস্যরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। দিনব্যাপি অনুষ্ঠানটি সফল করার জন্য সার্বিক সহযোগীতা করেন, আইইসিএম প্রকল্পের পিসি মিজানুর রহমান, ভোলা সদর উপজেলার ট্রেনিং ও মনিটরিং অফিসার মনিরুজ্জামান, আইপিটি ফ্যাসিলেটর সঞ্জয় কুমার, ভোলা পৌরসভার ইউসি মোঃ ইব্রাহীম, ওয়ার্ড প্রমোটর মো. শাহিন, আনোয়ার হোসেন, নাসিমা বেগম ও বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/তোহা