রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবি’র দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবি’র দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবি’র দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ঠাকুরগাঁও, ২১ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে প্রায় দুই হাজার দুস্থ্য ও অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আজ বুধবার বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নং আমজানখোর ইউনিয়ন পরিষদে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সহযোগিতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ৫০ বিজিবির সহকারী পরিচালক আবুল হাসেম, ৭ নং আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আকালু হোসেন প্রমূখ।

পরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা প্রদান করেন বিজিবির মেডিক্যাল অফিসার মেজর মোকতার আহমেদ ও মেডিক্যাল অফিসার মেজর উম্মে হানি। এসময় রতœাই বিওপি সীমান্তের প্রায় দুই হাজার দুস্থ, অসহায়, অসুস্থ মানুষকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ প্রদান করা হয়।

এবিএন/রবিউল এহসান রিপন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত