শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দেবহাটায় পুলিশের অভিযানে গাজা সহ ২ জন আটক

দেবহাটায় পুলিশের অভিযানে গাজা সহ ২ জন আটক

দেবহাটা, ২১ মার্চ, এবিনিউজ : দেবহাটায় পুলিশের অভিযানে গাজা সহ ২ জন আটক হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি কাজী কামালের নেতৃত্বে এসআই আলআমিন, এএসআই মাছুমবিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পারুলিয়া ব্রীজের আগে সখিপুর পাপিয়া স্টুডিওর সামনে থেকে ১শত গ্রাম গাজা সহ কালীগঞ্জ উপজেলার মৃত সামছুর গাইনের ছেলে বাবলু গাইন (৩০) ও কালীগঞ্জ উপজেলার মোবারক গাইনের ছেলে মুকুল হোসেন (২৮) কে আটক করেন।

তাদের বিরুদ্ধে দেবহাটা থানার এসআই আল আমিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ১০। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

এবিএন/ আর.কে.বাপ্পা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত