![ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/21/abnews-24.bbbbbbbb_131471.jpg)
ফুলবাড়ী (কুড়িগ্রাম), ২১ মার্চ, এবিনিউজ : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। আজ বুধবার উপজেলার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনব্যাপি এ কাউন্সিল অধিবেশনের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মনজু মন্ডল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.জাফর আলী।
ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চাষি এম এ করিম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানী সরকার ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে বিনা প্রতিদ্বন্দিতায় আতাউর রহমান শেখ সভাপতি এবং কাউন্সিলরদের কন্ঠভোটে গোলাম রব্বানী সরকার পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/তোহা