![বিরলে গণ উন্নয়নের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/21/birol-sova_131473.jpg)
বিরল (দিনাজপুর) , ২১ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের বিরলে আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে গণ উন্নয়নের আয়োজনে, প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ ও জি আই জেট এর সহযোগীতায়, উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশীদ কালু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিসেফের চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন হোসাইন, গণ উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রধান মঞ্জুরুল ইসলাম তুষার, প্রজেক্ট কো-অডিনেটর অপুর্ব সরকার, শক্তি কুমার পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আফজালুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম, সমাজ সেবা অফিসার আনিছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুণা পারভীন, পলাশবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর শুকুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী প্রমুখ। বক্তারা প্রকল্পের সাবির্ক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
এবিএন/সুবল রায়/জসিম/নির্ঝর