সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ‘জঙ্গিবাদীরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে সরল মানুষদের অন্যায় কাজে উৎসাহিত করে’
ব্রিগেডিয়ার জেনারেল এসএম রকিব উল্লাহ

‘জঙ্গিবাদীরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে সরল মানুষদের অন্যায় কাজে উৎসাহিত করে’

‘জঙ্গিবাদীরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে সরল মানুষদের অন্যায় কাজে উৎসাহিত করে’

রুমা (বান্দরবান), ২১ মার্চ, এবিনিউজ : গতকাল মঙ্গলবার বান্দরবানের রুমা উপজেলায় ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ান আয়োজিত এক জনসচেতনতা মূলক সভায় বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক এবং কক্সবাজার ও রামুর এডহক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম রকিব উল্লাহ প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, ”কোন ধর্ম সন্ত্রাসবাদকে উৎসাহিত করেনা এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়না। জঙ্গিবাদীরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে সহজ সরল মানুষদের অন্যায় কাজে উৎসাহিত করে।” এ ব্যাপারে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

দেশে সম্প্রতি আশঙ্কাজনক ভাবে মাদকের বিস্তার প্রসঙ্গে সভায় আলোচনা হয়, দেশের আনাচে কানাচে রন্ধ্রে রন্ধ্রে ছোট থেকে বড়, এমনকি বয়োবৃদ্ধ মানুষেরাও মাদকে আসক্ত। সহজলভ্য হওয়ায় সরকারী কর্মকর্তাদের মাঝেও মাদক ছড়িয়ে পড়ছে বলে অভিমত বক্তাদের। ’স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল’ এ শ্লোগানকে ভিত্তি করে আয়োজিত সভায় শিক্ষার্থীরা, মাদক আমি খাবোনা, অন্যকেও খেতে দেবোনা। মাদকের বিরুদ্ধে এখন থেকে যুদ্ধ ঘোষণা করলাম। মাদককে ”না” ’ এই বলে হাত তুলে প্রতিশ্রুতি ব্যক্ত করে।

সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে একটি সংঘবদ্ধ চক্র শিশু ও নারীদের নানা প্রলোভন দেখিয়ে পাচার করছে, মানব পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় ব্রিগেডিয়ার জেনারেল আশঙ্কা প্রকাশ করে শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। অপরিচিতি কারো প্রলোভনে প্ররোচিত না হওয়ার ব্যাপারে নিজে এবং অন্যদের সচেতন করার আহ্বানও জানিয়েছেন তিনি। দেশের উন্নয়নে সরকারের ভ’য়সী প্রসংশা করেন বক্তারা। ১৭ ফেব্রুয়ারী বাংলাদেশকে জাতিসংঘের স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি প্রদানের কথা উল্লেখ করে প্রধান অতিথি সরকার এবং দেশের জন্য বড় অর্জন হিসেবে আখ্যায়িত করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সেক্টর কমান্ডার মো: ইকবাল হোসেন, ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল খন্দকার মূনীর হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক এবং সাংবাদিক বৃন্দ। পরে সাংস্কৃতিক চর্চার সুযোগ বৃদ্ধির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়।

এবিএন/আব্দুর রহিম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত