বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কুবিতে বেসিক আইটি কর্মশালা অনুষ্ঠিত

কুবিতে বেসিক আইটি কর্মশালা অনুষ্ঠিত

কুবি (কুমিল্লা), ২১ মার্চ, এবিনিউজ : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বেসিক আইটি কর্মশালার উদ্বোধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির প্রধান উপদেষ্টা ও উপাচার্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির আয়োজনে আজ বুধবার সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে সারাদিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ ইকবালের সঞ্চালনায় এবং সৈয়দ মাখদুম উল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইকিউএসি’র ডিরেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি মেহেদি হাসান ও সাধারণ-সম্পাদক এন.এম. রবিউল আউয়াল চৌধুরী, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন আইটি সোসাইটির সাধারণ-সম্পাদক ফাহমিদ হাসান অনিক সহ সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

উপাচার্য এমরান কবীর বলেন,“ আর স্বপ্ন নয় এবার বাস্তবতার মুখোমুখি হতে হবে। বিশ্ববিদ্যালয়ের সংকটের দিকে ইঙ্গিত দিয়ে বলেন, চারপাশে শুধু নাই নাই। ইচ্ছার সাথে আন্তরিকতা থাকলে একদিন স্বপ্ন পূরণ হবে।”

এবিএন/নাহিদ ইকবাল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত