শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শাহজীবাজারে ট্রাকের চাপায় প্রকৌশলী নিহত

শাহজীবাজারে ট্রাকের চাপায় প্রকৌশলী নিহত

হবিগঞ্জ, ২১ মার্চ, এবিনিউজ : ঢাকা- সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজারে ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চীফ ইঞ্জিনিয়ার অনুপম বড়ুয়া (৪০) ট্রাকের চাপায় নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আবুরাইন গ্রামে। সে মৃত হরিতোস কুমার বড়ুয়ার ছেলে।

জানা যায় আজ সকালে অনুপম বড়ূয়া বাসা থেকে মোটর সাইকেল যোগে বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় ঢাকা অভিমুখে একটি দ্রুতগামী ট্রাক মোটর সাইকেল কে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

এবিএন/নুরুজ্জামান ভূঁইয়া/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত