শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে

গাইবান্ধায় ম্যাচমেকিং কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধায় ম্যাচমেকিং কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধা, ২১ মার্চ, এবিনিউজ : গাইবান্ধা সদর উপজেলার উৎপাদনকারী সংগঠনের ইউনিয়ন ফেডারেশনের আয়োজনে ও স্ট্রাটেজিক পার্টনারশিপ কনভিনিং এন্ড কনভিন্সিং (এসপিসিসি) প্রোগ্রাম পাথওয়ে-৩ সহযোগিতায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে ম্যাচমেকিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে সদর কৃষি সমবায় সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন, সাহাপাড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান টুলু, সদর উপজেলা সমবায় অফিসার আব্দুস সালাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের তুলশীঘাট শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান খান, ব্যাংকের অফিসার নুর আলম সরকার, জনতা ব্যাংকের অফিসার এনামুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোনছেফা খাতুন, প্রাণী সম্পদ অফিসের ডিএফএ রুহুল আমিন, গাইবান্ধা পুরান বাজার বণিক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী ডালু, সাহাপাড়া গরু ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের উপজেলা কো-অর্ডিনেটর মাহফুজা খাতুন ও সুন্দরগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর হারুন-অর-রশিদ। এসময় উপজেলার বণিক সমিতি, সেবাদানকারী সংস্থা ও উৎপাদনকারী দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় স্বল্প সুদে কৃষি ঋণ প্রাপ্তিসহ পণ্যের ন্যায্যমূল্য ও তা বাজারজাত করণের লক্ষ্যে নতুন একটি কর্মপরিকল্পনা করা হয়। অপরদিকে, একই দিনে গাইবান্ধা সদরে উৎপাদনকারী সংগঠনের ইউনিয়ন ফেডারেশনের আয়োজনে ও স্ট্রাটেজিক পার্টনারশিপ কনভিনিং এন্ড কনভিন্সিং (এসপিসিসি) প্রোগ্রাম পাথওয়ে-৩ সহযোগিতায় উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি লবি অ্যাডভোকেসি ইস্যু বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন, সাহাপাড়া কৃষি সমবায় ফেডারেশনের সভাপতি লাইজু বেগম। কর্মশালায় উপরোক্ত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত