![চুনারুঘাটে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে হরতাল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/21/hobigoang_abnews24 copy_131502.jpg)
হবিগঞ্জ, ২১ মার্চ, এবিনিউজ : হবিগঞ্জের চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া (৬৮) হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বানে আজ বুধবার চুনারুঘাটে অর্ধদিবস হরতাল পালন করা হয়।
সকাল সন্ধা হরতালের ডাক দিলেও প্রশাসনের অনুরোধে বেলা ১২ টার পর হরতাল প্রত্যাহার করা হয়। হরতাল চলাকালে দোকান পাট বন্ধ ছিল। যানবাহন চলাচল করেনি।সংগ্রাম কমিটির আহ্বায়ক আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে মধ্য বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন ২০ দিন অতিক্রম হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তাই বিভিন্ন সংগঠন এক জোট হয়ে এ কর্মসূচি আহ্বান করে ।
উল্লেখ্য গত ১ মার্চ ভোরে হাজী আবুল হোসেন আকল মিয়া তার নিজ বাসা থেকে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় নির্মমভাবে নিহত হন। এ ঘটনায় ৪জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/নুরুজ্জামান ভূঁইয়া/জসিম/তোহা