![মেলান্দহে তিনদিনের নাট্য উৎসব শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/21/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_131504.jpg)
জামালপুর, ২১ মার্চ, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে ২১ মার্চ থেকে ৩দিনের নাট্য উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে আজ বিকেল ৫টায় শহীদমিনার মুক্তমঞ্চ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি মেলান্দহ বাজার প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করে। শহীদ সমর থিয়েটার আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-থিয়েটারের সভাপতি-প্রবীণ সাংবাদিক রেজাউল করিম লেবু মাস্টার।
বক্তব্য রাখেন-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আফছার আহমেদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, অভিনেতা ঝুনা চৌধুরী, নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, সমর থিয়েটারের সাধারণ সম্পাদক খন্দকার হারুনুর রশিদ প্রমুখ।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা