বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আখাউড়ায় ইয়াবাসহ এক নারী আটক

আখাউড়ায় ইয়াবাসহ এক নারী আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ২১ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের ৮নং ওয়ার্ডের হুরা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২৯৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড একশন ব্যটালিয়ন (র‌্যাব) ভৈরব ক্যাম্পের একটি দল। এসময় হুরা মিয়ার স্ত্রী নুরজাহান বেগমকে (৬৫) আটক করা হয়। র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা গেছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন সময় আখাউড়া থানাথীন দেবগ্রাম এলাকায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের এএসপি জোনাঈদ আফ্রাদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে হুরা মিয়ার বসতি বাড়িতে অভিযান পরিচালনা করে।

আটক ওই নারীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী-২০০৪) এর ১৯(১) টেবিলের ৯(খ)/২১ ধারা মোতাবেক আখাউড়া থানায় মামলা দায়ের করা থানায় সোপর্দ করা হয়েছে।

এবিএন/হান্নান খাদেম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত