বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ‘জঙ্গিবাদ সচেতনতায় ইমাম-মুয়াজ্জিমদের ভূমিকা রাখতে হবে’
সাপাহারে সাধন চন্দ্র মজুমদার এমপি

‘জঙ্গিবাদ সচেতনতায় ইমাম-মুয়াজ্জিমদের ভূমিকা রাখতে হবে’

‘জঙ্গিবাদ সচেতনতায় ইমাম-মুয়াজ্জিমদের ভূমিকা রাখতে হবে’

সাপাহার (নওগাঁ), ২১ মার্চ, এবিনিউজ : নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, সমাজে শান্তি স্থাপনে জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মুলে ইমাম মুয়াজ্জিমদের গুরুত্ব অপরিসীম। তারাই পারে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরণ করতে। আর সে জন্যই বঙ্গবন্ধু ইসলামকে প্রধান্য দিয়ে স্বাধীনতার পর পরই দেশে ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করেছিলেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ বর্তমান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইমাম ও আলেম সমাজের ইতিবাচক ভূমিকার কথা প্রধানমন্ত্রী জাতিসংঘের মাধ্যমে বিশ্ববাসীর নিকট তুলে ধরেন।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশন (সাপাহার-পোরশা) শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিন কল্যান ট্রাস্টের সদস্যদের উদ্বুদ্ধকরণে বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে আলেম ওলামাদের নিয়ে ইমাম সম্মেলন ও জঙ্গিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলি বলেন। তিনি আরো বলেন, মসজিদের ইমামদের পেছনে দেশের সব মানুষ নামাজ আদায় করেন। ইমামদের স্থান সবার ঊর্ধ্বে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে খুতবার আগে বয়ান করার জন্য তিনি ইমামদের প্রতি আহ্বান জানান। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে বাংলাদেশ যে সক্ষমতা অর্জন করেছে তা শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। শান্তির বাতাবরণ সৃষ্টি করতে হলে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে চলমান কার্যক্রম অব্যাহত রাখতে হবে বলে তিনি মনে করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, সাবেক মুক্েিযাদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ প্রমুখ। এ সময় সেখানে শত শত ইমাম মোয়াজ্জিম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রধান অতিথি শিক্ষার মানোন্নয়নে উপজেলার ৪৮টি সরাকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫৫টি ল্যাপটপ প্রদান করেন।

অপরদিকে বেলা ১১টায় সাপাহার টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে বিদায় শিক্ষার্থীদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাধন চন্দ্র মজুমদার এমপি।

এবিএন/নয়ন বাবু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত