![গফরগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ আটক ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/21/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_131512.jpg)
গফরগাঁও (ময়মনসিংহ), ২১ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার রায়হান সহ তার তিন সহযোগিকে আটক করে ময়মনসিংহ র্যাব-১৪এর একটি দল। গত মঙ্গলবার উপজেলার পাগলা থানার অললী গ্রামের হাফিজ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তিতে র্যাব সদস্যসহ দুইজন আহত হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তলসহ দেশীয় অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। পাগলা থানা পুলিশ আজ বুধবার ১০দিনের রিমান্ড চেয়ে ডাকাতি ও অস্ত্র মামলায় তিনজনকে ময়মনসিংহ আদালতে প্রেরণ করে।
থানা সূত্রে জানা যায়, ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি দল উপজেলার অললী গ্রামের হাফিজ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে বেলদিয়া গ্রামের আব্দুর রশিদ ওরফে খোকনের ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার রায়হান ডাকাত(৩০), আকবর আলীর ছেলে ওয়াহেদ আলী(৫০) ও অললী গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সিরাজ(২৪) আটক করে।
এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তিতে র্যাবের এক সদস্য সহ ডাকাত দলের সদস্য সিরাজ আহত হয়। পরে র্যাবের সদস্যরা তল্লাসী করে ৭ বোরের একটি পিস্তল, গুলিভর্তি একটি ম্যাগজিন, ৯টি রাম দা, লোহা কাটার করাত, কার্টার, লোহার শিকল উদ্ধার করে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও ডাকাতদের ময়মনসিংহ র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আজ বুধবার উদ্ধার করা অস্ত্রসহ ডাকাতদের পাগলা থানায় সোপর্দ করা হলে পাগলা থানা পুলিশ অস্ত্র ও ডাকাতি আইনে মামলা দিয়ে ১০দিনের রিমান্ড চেয়ে ময়মনসিংহ আদালতে প্রেরণ করেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, গত ৯ মার্চ রাতে ডাকাত সর্দার রায়হানকে ধরতে অভিযান চালানোর সময় একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হলেও রায়হান বাড়ি থেকে পালিয়ে যায়। ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি দল ওই ঘটনার সূত্র ধরে অভিযান চালিয়ে রায়হানের সহযোগী তিন জনকে অস্ত্রসহ আটক করে।
এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/তোহা