শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শার্শায় পিস্তল ম্যাগাজিনসহ আটক ১

শার্শায় পিস্তল ম্যাগাজিনসহ আটক ১

যশোর, ২১ মার্চ, এবিনিউজ : যশোরের শার্শা সদরের ত্রাস আরিকুলকে বিদেশি পিস্তল ও একটি ম্যাজিন সহ গোয়েন্দা ডৈবি) পুলিশ আটক করেছে। আটককৃত আরিকুলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড সহ চাদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুরাদ হোসেন জানান, মঙ্গলবার গভির রাতে উপজেলার চটকাপোতা গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আরিকুল ইসলাম (২৩) ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এসআই মুরাদ হোসেন বলেন, আরিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আরিকুল বাড়িতে অবস্থান করছে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তাল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান। অস্ত্র আইনের মামলায় আরিফুলকে বুধবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে ।

এবিএন/ইয়ানূর রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত