শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নরসিংদীর রায়পুরা থেকে হেরোইনসহ গ্রেফতার ১

নরসিংদীর রায়পুরা থেকে হেরোইনসহ গ্রেফতার ১

নরসিংদী, ২১ মার্চ, এবিনিউজ : নরসিংদীর রায়পুরা থেকে ৪০০ গ্রাম হেরোইনসহ ওমর গালিব (২৯) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।

আজ বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে মরজাল বাস স্ট্যান্ডের সামনে থেকে তাকে প্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত গালিব রাজশাহীর গোদাগাড়ি থানার শতাব্দীপুর গ্রামের আশ্রাফ আলির ছেলে। সে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে বিবিএ, এমবিএ শেষ করে পিএইচডি করার জন্য কানাডা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবদুল গাফফার জানান, আন্তর্জাতিক মাদক চক্রের একটি হেরোইন চালান গোপনীয়ভাবে নরসিংদী বা কোথাও লেনদেন হবে এমন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে মরজাল বাসস্ট্যান্ডে একটি অভিযান চালানো হয়।

এসময় বাস স্ট্যান্ডের সামনে দাঁড়ানো অবস্থায় গালিবকে প্রথমে আটক করে তল্লাশী করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৪টি হেরোইনের প্যাকেট পাওয়া যায়। চক্রটি নরসিংদী অথবা সীমান্তবর্তী অন্য কোন জেলায় এই হেরোইন লেনদেন করতে চেয়েছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/সুমন রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত