![পাইকগাছায় সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/21/paikgacha-map_131528.jpg)
পাইকগাছা (খুলনা), ২১ মার্চ, এবিনিউজ : খুলনার পাইকগাছায় অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা আজ বুধবার সকালে উপজেলার রাড়–লী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ গাজীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম পাইকগাছার ফিল্ড অর্গানাইজার দেবাশীষ তরফদার এর পরিচালনায় কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন, দাকোপের ফিল্ড অর্গানাইজার চয়ন মহলদার। বক্তব্য রাখেন, ইউপি সচিব সঞ্জিব ঘোষ, ইউপি সদস্য নাছিমা বেগম, হোসনেয়ার বেগম, মর্জিনা বেগম, পিযুষ কান্তি বাপ্পী, মফিজুল ইসলাম, জাহান আলী গাজী, মজিদ গোলদার, রণজিত কুমার দাশ, সাত্তার গাজী, আবুল কালাম আজাদ।
আরো উপস্থিত ছিলেন- রেজাউল শেখ, প্রভাষক রবীন্দ্রনাথ কর্মকার, আওয়ামী লীগ নেতা শংকর দেবনাথ, উত্তম কুমার ঘোষ, উদ্যোক্তা সুমন ও বেলজিয়াম থেকে প্রতারিত বিদেশ ফেরত শামীম গাজী ও সেলিম রেজা।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি