![পাইকগাছায় বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/21/rally_abenws_131529.jpg)
পাইকগাছা (খুলনা), ২১ মার্চ, এবিনিউজ : বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত বিশেষ স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
ফিতা কেটে স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুজন কুমার সরকার। পরে কমপ্লেক্স মিলনায়তনে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্পর্কিত এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্ট্রোক, ফুসফুস ও শ্বাসকষ্ট জনিত রোগ প্রতিরোধের উপর বক্তব্য রাখেন- জুনিয়র কনসালটেন্ট ডাঃ নজরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, সিনিয়র স্টাফ নার্স জয়ন্তী রায়, রেহানা পারভীন, হামিদা খাতুন, আরতি রায়, কালি রানী সোম, রীনা রায় চৌধুরী, প্রধান সহকারী সঞ্জিত কুমার পাল, অফিস সহকারী নার্গিস বানু ও মাসুরুজ্জামান।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি