![আশাশুনিতে ইউসিসিএ’র বার্ষিক সাধারণ সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/21/sova_abenws_131531.jpg)
আশাশুনি (সাতক্ষীরা), ২১ মার্চ, এবিনিউজ : আশাশুনি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ)-এর ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০.৩০টায় বিআরডিবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউসিসিএ’র চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবাগত পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, বড়দল ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় অফিসার জি এম আনছারুল আজাদ, নির্বাজন অফিসার রাজিবুল হাসান ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ।
স্বাগত বক্তব্য রাখেন আরডিও বিশ্বজিৎ ঘোষ। অনুষ্ঠানে বিভিন্ন কর্মকান্ডে কৃতিত্বের জন্য সমিতি, কর্মকর্তা ও কর্মচারীদেরকে পুরস্কৃত করা হয়।
এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি