গাজীপুর, ২২ মার্চ, এবিনিউজ : গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার রঙ্গিলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নবী হোসেনের (৬০) বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট থানার গবরাকুড়া গ্রামে।
মাওনা হাইওয়ে থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, নবী হোসেন কয়েকদিন আগে শ্রীপুরে ছেলের বাসায় বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাসা থেকে বেরিয়ে রঙ্গিলাবাজারে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ট্রাকচাপায় ঘটনাস্থলেই নবী হোসেনের মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নেয়।
এবিএন/সাদিক/জসিম/এসএ