শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দুর্নীতি বিরোধী পোষ্টার একে পুরষ্কার পাচ্ছেন ময়মনসিংহের দুই শিক্ষার্থী

দুর্নীতি বিরোধী পোষ্টার একে পুরষ্কার পাচ্ছেন ময়মনসিংহের দুই শিক্ষার্থী

দুর্নীতি বিরোধী পোষ্টার একে পুরষ্কার পাচ্ছেন ময়মনসিংহের দুই শিক্ষার্থী

ময়মনসিংহ, ২২ মার্চ, এবিনিউজ : দুর্নীতি বিরোধী পোষ্টার অংকন করে পুরস্কার পাচ্ছে ময়মনসিংহের দুই স্কুল শিক্ষার্থী। দুর্নীতি প্রতিরোধ বিষয়ক পোস্টার অংকন প্রতিযোগিতা-২০১৭- এর পুরষ্কার পাচ্ছে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) স্কুলের ২ শিক্ষার্থী।

আগামী ২৭ মার্চ (মঙ্গলবার) ২০১৮ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের হাত থেকে পুরষ্কার গ্রহণ করবে তাঁরা।

গত ৩১ অক্টোবর পর্যন্ত সারাদেশে জেলা পর্যায়ে উক্ত প্রতিযোগিতায় ইচ্ছুক শিক্ষার্থীরা তাদের পোস্টার ও কার্টুন জমা দেয়। প্রাপ্ত পোস্টারসমূহ বিজ্ঞ বিচারক মন্ডলীগণের মূল্যায়নের পর সারাদেশে পোস্টারে প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী সানজানা সাদনীন যূথী ১ম স্থান ও ‘ক’ বিভাগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র ইসতাক তাজরিয়ান খান ৩য় স্থান অধিকার করেছে।

উল্লেখ্য, প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারকারীরা পুরষ্কার হিসেবে পাবে ক্রেস্ট, একটি সনদ ও নগদ অর্থ।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত