![তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/road-accident3_131559.jpg)
তালা (সাতক্ষীরা), ২২ মার্চ, এবিনিউজ : তালায় সড়ক দূর্ঘটনায় পরিতোষ দেব নাথ (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় খুলনা-পাইকগাছা সড়কের উপজেলার গঙ্গারামপুর কদমতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা জেলার তালা উপজেলার ঘোষনগর গ্রামের মৃত্যু শশীভুষন দেবনাথের ছেলে পরিতোষ দেব নাথ গংগারামপুর কদমতলা মোড় থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় তালাগামী একটি মটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষনিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মটরসাইকেল চালক সিদ্দিকুর রহমানও আহত হয়। বর্তমানে সে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবিএন/সেলিম হায়দার/জসিম/এমসি