শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ফুলবাড়ীতে ভূমি সেবা সপ্তাহ পালিত

ফুলবাড়ীতে ভূমি সেবা সপ্তাহ পালিত

ফুলবাড়ী (দিনাজপুর), ২২ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের ফুলবাড়ীতে ভূমি সেবা সপ্তাহ পালনে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা চত্বর থেকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) মো. আব্দুল সালাম চৌধুরীর নেতৃত্বে এক বিশাল র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে ফুলবাড়ী শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে সকাল সাড়ে ১০টায় ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) মো. আব্দুস সালাম চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ্, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন- ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা ড. নুরুল ইসলাম, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, ফুলবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. মোশাররফ হোসেন, সার্ভেয়ার মো. দেবাশীষ, পৌর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম।

আরো উপস্থিঞত ছিলেন- খয়েরবাড়ী ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নির্মল কুমার, বেতদিঘী ইউপির ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. নইমুল আহসান, দৌলতপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শিবনগর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেব, আলাদিপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা খিতিশ বাবু, কাজিহাল ইউনিয়ন পরিষদের সহকারী কর্মকর্তা মো. রাজিব আহম্মেদ।

ভূমি সপ্তাহ পালন উপলক্ষে ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী ও উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

এ সময় ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

এবিএন/আফজাল হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত