বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কাঁকন বিবির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কাঁকন বিবির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ২২ মার্চ, এবিনিউজ : বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক কাঁকন বিবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি শোক প্রকাশ করেন।

শেখ হাসিনা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এই অগ্নিকন্যার ভূমিকা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন শোকবার্তায়।

মাত্র ৩ দিন বয়সী মেয়েকে রেখে কাঁকন বিবি যুদ্ধে অংশ নেন। পাকবাহিনী দ্বারা নির্যাতিত এ মুক্তিযোদ্ধা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। গুপ্তচরের কাজও তিনি করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, দেশ ও জাতি তার অনন্য অবদান চিরদিন মনে রাখবে।

প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত