![ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটে আনন্দ শোভাযাত্রা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/rally_abnews_131569.jpg)
ফরিদপুর, ২২ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ নিন্ম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ায় ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর আয়োজনে সকালে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে পলিটেকনিক ইন্সটিটিউট এর ক্যাম্পাস থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- অধ্যক্ষ প্রকৌশলী মো. মীর মোশাররফ হোসেন, উপাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, মো. আনোয়ার হোসেন, রেজাউল করিম প্রমুখ।
আনন্দ শোভা যাত্রায় পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি