বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চিরিরবন্দরে জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা

চিরিরবন্দরে জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা

চিরিরবন্দরে জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা

চিরিরবন্দর (দিনাজপুর), ২২ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঈসবপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স অডিটরিয়ামে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা তথ্য অফিসের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সরকারি বার্তানির্ভর জিওবি খাতের আওতায় উপজেলা প্রশাসন এ কর্মশালায় সহযোগিতা করেন।

ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেছবাহুল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা সিনিয়র তথ্য অফিসার মো. সোহেল মিয়া, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইসমাঈল হোসেন, চিরিরবন্দর প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ-উল-আলম প্রমুখ।

কর্মশালায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীন শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানষিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন কার্যক্রম, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিশুর পনিতে ডুবা প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।

এবিএন/রফিকুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত