বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
উন্নত দেশের তালিকায় বাংলাদেশ

ভোলায় আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল

ভোলায় আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল

ভোলা, ২২ মার্চ, এবিনিউজ : স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অভিযাত্রায় দ্রুতগতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। এলডিসি থেকে বেরিয়ে বাংলাদেশ এখন উন্নত দেশের তালিকায় উঠে এসেছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি শত শত মানুষের ব্যানার ও ফ্যাস্টুন নিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

পরে বেলুণ উড়িয়ে আনন্দ উৎসবের উদ্ধোধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাকসুদ আলম সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মোক্তার হোসেন, প্রেসক্লাব আহবায়ক মোঃ আবু তাহের, পূজা উদযাপন পরিষদ সভাপতি দুলাল ঘোষ, চেম্বার অব কমার্সের পরিচালক সফিকুল ইসলামসহ অন্যান্যরা।

এবিএন/আদিল হোসেন ভোলা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত