
জেনেভা (সুইজারল্যাণ্ড), ২২ মার্চ, এবিনিউজ : বৃহস্পতিবার সুইজারল্যাণ্ড এর জেনেভা বিমানবন্দরে বাংলাদেশ আওয়ামী লীগ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদকে সুইজারল্যাণ্ড আওয়ামী লীগ ফুলেল অভ্যর্থনা জানান।
তিনি ২২ মার্চ জাতিসঙ্গ এর জেনেভা দপ্তরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে এক সেমিনারে প্যানেল স্পীকার এর হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া নেদারল্যান্ড এর হেগ পিচ্ এর ডিরেক্টর জ্যাকব ডি জং, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম এর ডিরেক্টর সিগফ্রিয়ড ওল্ফ, জাতিসংগের অর্থনীতি বিভাগের সাবেক প্রধান অর্থনীতিবিদ অধ্যাপক ড. উইলিয়াম ভ্যান্দার গেস্ট, জাতিসংঘের স্পেশাল রিপোর্টার করিম বানৌনে।
ইউরোপে আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ডেনমার্ক আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া ও উপস্থিত থাকবেন।
বিমান বন্দরে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, সুইজারল্যাণ্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শ্যামল খান, অরুন বড়ুয়া, মুনির চৌধুরী, মাসুম খান, নজরুল জমাদার, আব্দুল হোক মোল্লা, কামরুজ্জামান, অসীম বড়ুয়া, শিহাব চৌধুরী এবং ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম এর পক্ষ থেকে আনসার উদ্দিন আহমেদ , খলিলুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবিএন/বিদ্যুৎ বড়ুয়া/জসিম/এমসি