![বিরলে সেবা সপ্তাহ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/22/birol-sovajatra_131579.jpg)
বিরল (দিনাজপুর) , ২২ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের বিরলে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, ‘নিন্ম আয়ের দেশ’ থেকে বাংলাদেশের ‘নিন্ম মধ্য আয়ের দেশে’ উত্তরণ ২০-২৫ মার্চ ২০১৮ প্রচারাভিযান ও সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবীরের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং পুণরায় একই জায়গায় এসে শেষ হয়।
এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবিএন/ সুবল রায়/জসিম/নির্ঝর