বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সদরপুরে আনন্দ শোভাযাত্রা

সদরপুরে আনন্দ শোভাযাত্রা

সদরপুর (ফরিদপুর), ২২ মার্চ, এবিনিউজ : অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ প্রতিপাদ্য বিষয়ের আলোকে বাংলাদেশ ‘নিম্ম আয়ের দেশ থেকে নিম্মমধ্য আয়ের’ দেশ উত্তরন উদযাপন উপলক্ষে ফরিদপুরের সদরপুরে আনন্দ শোভাযাত্রা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রা র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলার বেসরকারি ও সরকারি দপ্তরের প্রায় ৬০টি প্রতিষ্ঠান অংশ নেয়।

উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোজাম্মেল হক, কৃষি কর্মকর্তা মো.ফরহাদুল মিরাজ, মৎস্য কর্মকর্তা ফাতেমা আক্তার পান্না, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আবু এহসান মিয়া, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সৈয়দ নিজামদ্দিন আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া।

আরো উপস্থিত ছিলেন- শিক্ষা কর্মকর্তা মো. মালেক মিয়া,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আরিফ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর কুমার বৈদ্য, সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশীদ, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, নির্বাচন কর্মকর্তা ফেরদৌসি আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

এবিএন/আবুল বাশার মিয়া/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত