আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) , ২২ মার্চ, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার উপজেলার সীমান্তবর্তী হীরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘চিকিৎসা ক্যাম্প’ স্থাপন করে ৩শতাধিক নারী-পুরুষকে চিকিৎসা সেবা এবং ঔষধ দেয়া হয়। ক্যাম্পের সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন সরাইল বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাঃ কর্ণেল শাহ আলী।
আজ বৃহস্পতিবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘ লাইন। চিকিৎসকরা আন্তরিকতার সাথে রোগী দেখে ব্যবস্থাপত্র দিচ্ছেন।
চিকিৎসা নিতে আসা একজন রোগি ইতি আক্তার বলেন, বিনা খরচে ডাক্তার দেখিয়ে এবং ঔষধ পেয়ে আমি খুশি।
এ সময় জানতে চাইলে ল্যাঃ কর্ণেল শাহ আলী বলেন, বাংলাদেশের স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্য উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী সেবা কার্যক্রমের আওতায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। একজন চিকিৎসক এবং ৪ জন সহকারী চিকিৎসক রোগী দেখে ব্যবস্থাপত্র দেয়ারপর বিনামূল্যে ঔষধ দেয়া হয়। প্রায় ২শ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে জানান তিনি। সারাদিনই চিকিৎসা সেবা দেয়া হবে বলেও জানান তিনি।
এবিএন/হান্নান খাদেম/জসিম/নির্ঝর